পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাংগাইল জেলা জামায়াতে ইসলামী। 
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে টাংগাইল শহরের শহীদ মিনারে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সেক্রেটারি মো.শহিদুল ইসলাম , জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ইয়াহিয়া খান মারুফ, এডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা  সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ। 
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 
জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমাদের যৌক্তিক ৫ দাবি মেনে  নিন । ঘোষিত সময়ে নির্বাচন দিন। কালো টাকার প্রভাব ও পেশিশক্তির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে  অবস্থান নিবেন না।
সমাবেশ শেষে জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।